মুক্তচিন্তার বিকাশ
"ঐতিহাসিক তপোবনের কথা আমি জানিনে। কেউ জানে ব’লে আমি বিশ্বাস করিনে। তপোবনের কথা আছে পুরাণে, কিন্তু এত অসম্ভব অলৌকিক কাহিনীর সঙ্গে সে জড়িত যে তাকে ঐতিহাসিক সত্য বলে বিশ্বাস করতে কাউকে অনুরোধ করিনে। সেখানে যে-সব ঋষি-তপস্বীদের বাস, তাঁরা সমুদ্র-পর্বতকে অভিশাপের জোরে কম্পমান ক’রে জোড় হস্তে দ্বারস্থ করতে পারতেন। আবার তাঁদের তপস্যাও অযুত-নিযুত বছরের তাপে এমন সর্বনেশে বয়ে যেতে পারত যে, সমস্ত ব্রহ্মাণ্ড জ্বলে যাবার যো হ’ত, শেষকালে দেবতাদের কেঁদে এসে পড়তে হ’ত তাঁদের ঠাণ্ডা করতে। এমন সব বিশ্বাস করার শক্তি যাঁদের আছে, তাঁদের পড়াশোনা করবার দরকার নেই।
রবীন্দ্রনাথ ঠাকুর (কষ্টিপাথর, প্রবাসী, ভাদ্র ১৩৪৭)
সবই ব্যাদে আছে - মেঘনাদ সাহা
0 Comments